নববধূকে চুমু খেয়েই অজ্ঞান হয়ে পড়লেন বর!
নববধূকে চুমু খেয়েই অজ্ঞান হয়ে পড়লেন বর!বিয়ে সব মানুষের জীবনেই বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয়। সারাজীবন সবাই উন্মুখ হয়ে থাকে বিয়ের জন্য। বিয়ে প্রত্যেকের জীবনেই একটি স্মরণীয় ঘটনা। এই দিনটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন। অনেক সাধনার কাঙ্ক্ষিত জীবনসঙ্গীকে পেলে তো কথায় নেই!
নববধূকে চুমু খেয়েই অজ্ঞান হয়ে পড়লেন বর!For More News Update:
কিন্তু বিয়ে করার সময় এক দম্পতির জীবনে ঘটেছে এক অদ্ভূত ঘটনা। স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে বরের কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়ছেন নেটিজেনরা।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, বিয়ের মঞ্চে সাদা গাউন পরে দাঁড়িয়ে আছেন কনে। পাশে তার সঙ্গীরা। বরের বন্ধুরাও সেখানে উপস্থিত। এরপর প্রথা মেনে নববধূর ঠোঁটে চুমু খেলেন বর। এরপরেই ঘটে মজার ঘটনা। স্ত্রীকে চুমু খেয়েই অজ্ঞান হয়ে পড়ে যান বর!
নববধূকে চুমু খেয়েই অজ্ঞান হয়ে পড়লেন বর!Visit our YouTube Chanel:
হঠাৎ এমন ঘটনায় উপস্থিত সবাই চমকে ওঠেন। কিন্তু পরবর্তী সময়ে বুঝতে পারেন নিছক মজা করেই বর এই কাণ্ড ঘটিয়েছেন। ততক্ষণে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সবাই। নববধূও হাসতে থাকেন লজ্জায়।
এবার কাস্টিং কাউচ নিয়ে বোমা ফাটালেন সরোজ খান। গ্লোবাল নিউজ।