একটি গোলাপের দাম ১৪৪ কোটি টাকা

0
একটি গোলাপের দাম ১৪৪ কোটি টাকা

একটি গোলাপের দাম ১৪৪ কোটি টাকা

একটি গোলাপের দাম ১৪৪ কোটি টাকা।ইংরেজি মাস ফেব্রুয়ারি শুরু হলেই শুরু হয়ে যায় নানান দিবস পালন। রোজ ডে থেকে শুরু হয়ে সেই দিবস শেষ হয় ভালোবাসা দিবসে। এক সপ্তাহে রোজ ডে, প্রপোজ ডে, চকলেট, টেডি, প্রমিস, কিস, হাগ, ভ্যালেন্টাইন। ভালোবাসার মানুষের জন্য বিশেষ দিনে বিশেষ উপহার কিনছেন সবাই। আজ রোজ ডে-তে গোলাপ কিনেছেন নিশ্চয়? না কিনে থাকলে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এক তোড়া লাল গোলাপ নিয়ে যান প্রিয় মানুষের জন্য।

 

একটি গোলাপের দাম ১৪৪ কোটি টাকা।For More News Update:

 

তবে আজ অন্য দিনের তুলনায় গোলাপের দামও বেশি। তাতে গোলাপ কেনা এড়িয়ে যাওয়ার উপায় নেই। আজ যে বিশেষ এক দিবস। লাল, গোলাপি, সাদা বিভিন্ন রঙে এবং দামের গোলাপ পাওয়া যায় বাজারে। তবে একটি গোলাপ কিনতে যদি লাগে ১৪৪ কোটি টাকা। তাহলে খানিকটা চিন্তা করতেই হবে আপনাকে। বিশ্বের সবচেয়ে দামি গোলাপ এটি। নাম জুলিয়েট রোজ। হ্যাঁ, শেক্সপিয়রের বিখ্যাত রোমিও-জুলিয়েট থেকেই এই গোলাপের নামকরণ করা হয়েছে।

 

এই একটি জুলিয়েট গোলাপের দাম দিয়ে কেনা যায় কয়েকটি হীরার গয়না বা মার্সিডিজ বেঞ্জ, কিংবা বিএমডব্লিউ গাড়ি। নিশ্চয়ই ভাবছেন, তাহলে কী আছে এই গোলাপের মধ্যে, যে কারণে এত দাম এর। পৃথিবীতে অনেক ধরনের গোলাপ রয়েছে। তবে কিছু গোলাপ তাদের সৌন্দর্য এবং সুবাসের জন্য খুব বিখ্যাত। তাদের মধ্যে জুলিয়েট রোজ সবচেয়ে দামি। চলুন জেনে নেওয়া যাক এর বিশেষত্ব-

 

একটি গোলাপের দাম ১৪৪ কোটি টাকা।Visit our YouTube Chanel:

 

জুলিয়েট গোলাপের চাষ শুরু করেন অস্টিন নামে এক ব্যক্তি। অস্টিন এটিকে একটু অন্যরকম ভাবে ফোটানোর চেষ্টা করেছিলেন। বলা হয় যে, তিনি বিভিন্ন জাতের গোলাপের মিশ্রণ ঘটিয়ে তিনি এই নতুন ধরনের ফুল তৈরি করেন। উইলিয়াম শেক্সপিয়রের রোমিও জুলিয়েট নাটক থেকে অনুপ্রাণিত হয়ে এর নাম দেন জুলিয়েট রোজ। এই গোলাপটি জন্মাতে সময় লেগেছিল প্রায় ১৫ বছর।

 

২০০৬ সালে ব্রিটেনের ‘চেলসি ফ্লাওয়ার শো’-তে প্রথম পুরো বিশ্বের নজর কাড়ে জুলিয়েট রোজ। বিশেষ এই ফুলের সুবাসও একটু বিশেষ বটে! ডেভিড অস্টিন এই গোলাপের সুবাস সম্পর্কে বলেন, জুলিয়েট রোজের সুবাস খুব হালকা এবং পারফিউমের মতো লাগে। এর সুগন্ধই এটিকে অন্যান্য জাতের গোলাপ থেকে আলাদা করে তোলে।

 

এই গোলাপ চাষ করার খরচও অনেক। প্রায় ৫ মিলিয়ন ডলার। ২০০৬ সালে এই গোলাপটি প্রথম বিশ্বের সামনে এসেছিল। তখন এর খরচ ছিল প্রায় ৯০ কোটি টাকা। সময়ের সঙ্গে সঙ্গে ফুলের চাষের খরচ কমলেও, তা আজ ৩ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। মূলত এ কারণেই এ গোলাপের দাম এত বেশি।

যে গ্রামের বাসিন্দাদের ঘুম ভাঙে ৬ দিন পর! গ্লোবাল নিউজ।d

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *