মা-বোনসহ দু’সপ্তাহে ২৩ নারীকে বিয়ে।

0
মা-বোনসহ দু’সপ্তাহে ২৩ নারীকে বিয়ে।

মা-বোনসহ দু’সপ্তাহে ২৩ নারীকে বিয়ে।

মা-বোনসহ দু’সপ্তাহে ২৩ নারীকে বিয়ে।চীনে সম্পত্তির যে আইন তাতে উন্নয়ন প্রকল্পের জন্য কারও বাড়ি যদি ভাঙা পড়ে, তবে সেই পরিবারের প্রত্যেক সদস্য ৪০ বর্গমিটারের বাসস্থান পাবেন। এ সুযোগ নিতেই চীনের ঝেজিয়াং প্রদেশের লিশুই শহরের একটি পরিবারের সদস্যরা নিজেদের আত্মীয়দের মধ্যেই বিয়ে ও ডিভোর্স করেছেন ২৩ বার! এই সংখ্যক বিয়ে ও ডিভোর্স তারা করেছেন মাত্র দু’সপ্তাহের মধ্যে।

 

মা-বোনসহ দু’সপ্তাহে ২৩ নারীকে বিয়ে।

 

এই জালিয়াতি শুরু করেন প্যান নামের এক ব্যক্তি। বাড়ি ভাঙা পড়ার পর তিনি বিয়ে করে নেন নিজের প্রাক্তন স্ত্রীকে। বিয়ের ছ’দিন পরই ডিভোর্স দিয়ে দেন তাকে। এর পর প্যানের সঙ্গে যোগ দেন তার আত্মীয়রা। প্রাক্তন স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর প্যান বিয়ে করেন বোনকে। তারপর শ্যালিকাকে। এমনকি প্যানের বাবাও বেশ কয়েকজন আত্মীয়কে বিয়ে করেন। এমনকি সম্পত্তি পেতে প্যান বিয়ে করেন নিজের মাকেও!প্রত্যেককে বিয়ে করে নথিকরণের সময় প্যান দেখিয়েছিলেন স্ত্রীদের বাড়ি অন্য গ্রামে। আসলে বাসভবন ভাঙলে স্ত্রীও সম্পত্তি পাবেন যে! সে জন্যই এ কাণ্ড ঘটিয়েছে ওই পরিবার।

 

মা-বোনসহ দু’সপ্তাহে ২৩ নারীকে বিয়ে।

 

এই জালিয়াতি ধরা পড়ে গত সপ্তাহে। তখন দেখা যায় এক সপ্তাহে তিন বার বিয়ের রেজিস্ট্রেশন করিয়েছেন প্যান। তার পর তদন্ত করতেই উঠে আসে গোটা বিষয়টি। এই জালিয়াতির জন্য ওই পরিবারের ১১ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

টানা ১৮ বছর হর্ণ না বাজিয়ে বিশ্ব রেকর্ড। গ্লোবাল নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *