মিষ্টি কুমড়ায় ভেসে পাড়ি দিলেন ৬১ কিঃমিঃ

0
মিষ্টি কুমড়ায় ভেসে পাড়ি দিলেন ৬১ কিঃমিঃ

মিষ্টি কুমড়ায় ভেসে পাড়ি দিলেন ৬১ কিঃমিঃ

মিষ্টি কুমড়ায় ভেসে পাড়ি দিলেন ৬১ কিঃমিঃ।নিজের ক্ষেতে উৎপাদন করা একটি মিষ্টি কুমড়ার ওজন ৩৮৪ কেজি। সেই কুমড়ায় চড়ে দীর্ঘ নদীপথ পাড়ি দেওয়ার অভিনব ও বিস্ময়কর এক ঘটনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ডুয়ানে হ্যানসেন। নিজের ৬০তম জন্মদিনে এমন অদ্ভুত কাণ্ড করে গিনেস বুকে নাম তুলেছেন তিনি।

 

মিষ্টি কুমড়ায় ভেসে পাড়ি দিলেন ৬১ কিঃমিঃ।For More News Update:

জিইও টিভির এক প্রতিবেদনে মিলেছে এমন তথ্য। তাতে বলা হয়, ওই ব্যক্তি গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য নেব্রাস্কায় এ কাণ্ড ঘটান। একটি মিষ্টিকুমড়ার খোলে বসে দেশটির দীর্ঘতম নদী মিসৌরিতে নেমে পড়েন তিনি এবং পাড়ি দেন
৬১ কিলোমিটার দীর্ঘ পথ।

অবাক হলেও সত্য। ওই ব্যক্তি নিজের ক্ষেত থেকে কুমড়াটি তোলার পর সেটির ভেতরের অংশ নারকেল কোরানোর মতো কুরিয়ে বের করে সেটিকে ‘নৌকা’ বানান। তারপর তাতে চড়ে বসে দীর্ঘ পথ পাড়ি নিজের ৬০তম জন্মদিন উদযাপন করেন।

 

মিষ্টি কুমড়ায় ভেসে পাড়ি দিলেন ৬১ কিঃমিঃ।Visit our YouTube Chanel:

প্রতিবেদন থেকে জানা যায়, ২৭ আগস্ট স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে নৌকা নিয়ে মিসৌরি নদীতে নামেন তিনি এবং সাধারণ নৌকার মতোই বৈঠা বাওয়া শুরু করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেষ হয় তার ‘নৌকাভ্রমণ’; ১১ ঘণ্টায় নদীর ৬১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিস্ময়কর এক রেকর্ডে নাম লেখান তিনি।

পাষাণ্ড স্বামীর বর্বর আচরন, ফেসবুকে বউ বিক্রির স্টাটাস দিয়ে বিপাকে। গ্লোবাল নিউজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *