নেকাব পরার দায়ে জরিমানা করেছে পুলিশ
ডেনমার্কে নেকাব পরিধান করার দায়ে এক নারীকে জরিমানা করেছে পুলিশ। গত বুধবার দেশটিতে নেকাব পরিধানের ওপর নিষেধাজ্ঞা জারি করে আইন পাস করার পর এই প্রথম কোনো নারী ওই বিতর্কিত আইনের শিকার হলেন। অন্যদিকে, নিষেধাজ্ঞা আরোপের আইনের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে দেশটির হাজার হাজার মানুষ। এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়, শনিবার জরিমানার শিকার ওই নারী নেকাবে মুখ ঢেকে রাস্তায় বের হন। একটি শপিং মলের সামনে আরেকজন নারী তার নেকাব ধরে টান দেয়।
তাকে আইন মেনে চলার অনুরোধ করে। পরে তাদের মধ্যে বাকবিতন্ডা ও পরে ধস্তাধস্তি হয়। ঘটনাটি পুলিশের দৃষ্টিগোচর হয়। পুলিশ তাদেরকে শান্ত করেন। পরে পুলিশ ওই নারীকে আইন মেনে চলার কথা বলেন। কিন্তু তিনি নেকাব সরিয়ে মুখ অনাবৃত করতে রাজি না হওয়ায় তাকে নতুন আইন অনুযায়ী জরিমানা করা হয়। প্রসঙ্গত, গত বুধবার দেশটিতে মুখ ঢেকে চলাফেরা নিষিদ্ধ করে একটি আইন পাস করা হয়। ওই আইনে বোরকা বা নেকাবের কথা নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে শুধু মুসলিমরাই সাধারণত হিজাব ও নেকাব পরিধান করেন। তাই অবধারিতভাবেই আইনের প্রধান টার্গেটে পরিণত হয় মুসলিমরা। তাদের পাশে দাঁড়িয়েছে দেশটির বিপুলসংখ্যক মানবাধিকার কর্মী। আইন পাস হওয়ার পর থেকেই মুসলিম অধিবাসী ও মানবাধিকারকর্মীরা বিক্ষোভ দেখিয়ে আসছেন। তাদের দাবি, বিতর্কিত ওই আইনে মুসলিমদের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।