গাধার দুধের দাম লিটার প্রতি ২০০০ টাকা

0

দুধের দাম লিটার প্রতি ২০০০ টাকা! তাও আবার গাধার দুধ! ভাবছেন ভূয়া খবর? কিন্তু ঘটনা আসলে সত্যি।
স্বাস্থ্যবিদরা বলছেন, মায়ের দুধের যা গুণ, গাধার দুধেরও তাই। গাধার দুধে লিপিডের পরিমাণ ২ শতাংশের নীচে। ফলে গাধার দুধের প্রোটিন ও ফ্যাট সদ্যোজাত ও শিশুদের জন্য খুবই সহজপাচ্য। এছাড়া গাধার দুধে রয়েছে বেশকিছু ওষধি গুণও। তাই সবমিলিয়ে রমরমা বাজার এই গাধার দুধের।
ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সুলুর গ্রামে অবাধে বিক্রি হচ্ছে এই গাধার দুধ। দাম লিটার প্রতি ২০০০ টাকা।
কোয়েম্বাটুরে সুলুর গ্রামের স্থানীয় দুধ বিক্রেতা শেখর জানান, ‘আমার গাধা দিনে মাত্র ২৫০ মিলিলিটার দুধ দেয়। সেই দুধ প্রতি কাপ বিক্রি হয় ৫০ টাকায়। ফলে দিনে প্রায় ৪০০ টাকা থেকে ৫০০ টাকা আয় হয় গাধার দুধ বিক্রি করে। মানুষ মূলত তাদের বাচ্চাদের জন্যই এই দুধ কেনে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *