চিনে শুরু হল ডেটিং কোর্স

0
চিনে শুরু হল ডেটিং কোর্স!! - youtube

আমরা প্রায়শই পারস্পরিক সম্পর্ক নিয়ে নানা জটিলতায় থাকি। কিংবা অচেনা একজনের সাথে কীকরে বন্ধুত্ব গড়ে তুলতে হয় সেটিও আমাদের অনেকেরই জানা নেই। ফলে চারপাশের চেনা মানুষগুলোর সাথেও সম্পর্ক সহজ হয় না। আর তাই এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়।
কী করে অন্যের সঙ্গে বন্ধুত্ব করবেন? কীভাবে ডেটিং করবেন? এসব এবার পড়ানো হবে চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ে। তবে কোর্সটি কিন্তু বিশ্ববিদ্যালয় চালু করেনি। কোর্সটি চালু করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরই একটি সংগঠন। এজন্য ক্লাস করতে হবে ৩২ ঘণ্টা। মোট ক্রেডিট ২।
ক্লাসে পড়ানো হবে থিয়োরি। সঙ্গে থাকছে প্র্যাকটিক্যাল ট্রেনিং। মেলামেশার জন্য দরকারি বিষয়গুলোও শেখানো হবে ক্লাসে। এই কোর্সটিতে লিখিত ও প্র্যাক্টিকাল দুই রকমেরই ক্লাস হবে। শেখানো হবে সামাজিক সভ্যতা ও ভদ্রতা।
চীনের জনপ্রিয় পত্রিকা চায়না ডেইলি এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, এই কোর্সে যারা ভর্তি হবেন, তারা যদি ঠিকমত ট্রেনিং নিয়ে বন্ধু কিংবা বান্ধবী জোগাড় করতে পারেন এবং সুসম্পর্ক গড়ে তুলতে পারেন, তাহলে তাদের দেয়া হবে ফুল মার্কস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *