গোমূত্র ও গোবরে মিলল সোনা!‌ এলাকায় চাঞ্চল্য

0
গোমূত্র ও গোবরে মিলল সোনা!‌ এলাকায় চাঞ্চল্য

গোমূত্র ও গোবরে মিলল সোনা!‌ এলাকায় চাঞ্চল্য

গোমূত্র ও গোবরে মিলল সোনা!‌ এলাকায় চাঞ্চল্য। গরুর দুধে সোনা রয়েছে বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

 

গোমূত্র ও গোবরে মিলল সোনা!‌ এলাকায় চাঞ্চল্য।For More News Update:

কিন্তু এবার গোমূত্র ও গোবর থেকে নাকি সোনা পাওয়া গিয়েছে, এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল দেগঙ্গায়। গোবর্ধনপুর এলাকায় গোমূত্র ও গোবর থেকে সোনা উদ্ধার হয়েছে বলে দাবি স্থানীয়দের। জানা গিয়েছে, দেগঙ্গার গোবর্ধনপুর এলাকার এক বাসিন্দা গরু প্রতিপালন করেন। হঠাৎই তিনি দেখেন, গোমূত্র ও গোবর থেকে কিছু সোনালি রঙের পাথরের মতো দেখতে এক ধরনের বস্তু বের হচ্ছে। খবর পেয়েই এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী ওই ব্যক্তির বাড়িতে এসে হাজির হন। ৫০ হাজার টাকার বিনিময়ে ওই সোনালি রঙের পাথরগুলি কিনে নেন। এতেই সন্দেহ দানা বাঁধে এলাকাবাসীর মনে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

 

গোমূত্র ও গোবরে মিলল সোনা!‌ এলাকায় চাঞ্চল্য।Visit our YouTube Chanel:

 

এলাকাবাসীদের দাবি, ওই সোনালি রঙের পাথরগুলি হয়তো সোনা। তাঁদের আরও প্রশ্ন, যদি সোনা না হয় তাহলে সেগুলি ৫০ হাজার টাকায় কেন কিনলেন স্বর্ণ ব্যবসায়ী? যদিও এই দাবি নস্যাৎ করে দিয়েছে যুক্তিবাদী মঞ্চ। তাদের দাবি, মানুষের পেটে যেমন গলব্লাডার স্টোন থাকে তেমনই গবাদি পশুর পেটেও পাথর হতে পারে। সেগুলি হয়তো স্বর্ণ ব্যবসায়ীদের কাজে লাগে। সেই জন্যই এত বেশি দামে সেগুলি বিক্রি হয়েছে। এছাড়া আর কিছুই নয়।

হলিউডে বিনিয়োগ করার পরিকল্পনা করছে সৌদি আরব! গ্লোবাল নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *