৬৭ বছরে একবারও গোসল করেননি তিনি!
৬৭ বছরে একবারও গোসল করেননি তিনি!স্নান বা গোসল না করে কতদিন থাকা যায়? একদিন? দুইদিন? কেউ কেউ হয়তো দুয়েকদিন গোসল না করে থাকতে পারেন। তাই বলে এক টানা ৬৭ বছর!
হ্যা, জানলে অবাক হবেন, ইরানের কেরমানশাহ প্রদেশের একটি গ্রাম দেজগাহ। ওই গ্রামের বাসিন্দা আমু হাজি। তিনি দীর্ঘ ৬৭ বছর ধরে গোসল না করে দিব্যি জীবন-যাপন করছেন।
৬৭ বছরে একবারও গোসল করেননি তিনি!For More News Update:
আমু হাজি বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ হিসেবে পরিচিত। বর্তমানে তার বয়স ৮৭ বছর। সমাজ ও পরিবারহীন হয়েই বিগত ৬৭ বছর একাকী বসবাস করছেন তিনি।
দীর্ঘ দিন গোসল না করার কারণ, তিনি পানি দেখলেই ভয় পান। তার মতে, গোসল করলেই তিনি অসুস্থ হয়ে পড়বেন। ফলে গোসল না করতে করতে আমু হাজির পুরো শরীরে ময়লা জমে গেছে।
সবচেয়ে অস্বাভাবিক বিষয় হলো, তার খাদ্য তালিকায় আছে মৃত পশুর পচা মাংস ও শূকর। তবে নিয়ম করে প্রতিদিন ৫ লিটার পানিও পান করেন তিনি।
আরেকটি মজার বিষয় হলো, তিনি চুল না কেটে সেগুলো আগুনে পুড়িয়ে ছাঁটাই করেন। এমনকি তিনি ধূমপান করতেও পছন্দ করেন। তবে তামাক গ্রহণ করেন। পাইপের সাহায্যে পশুর মল শুকিয়ে সেটি পুড়িয়ে ধূমপান করেন তিনি।
৬৭ বছরে একবারও গোসল করেননি তিনি!Visit our YouTube Chanel:
আমু হাজি জানান, অতীতে মানসিক আঘাত পেয়ে তিনি সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপনের সিদ্ধান্ত নেন। এরপর থেকে তিনি ভবঘুরের মতোই দিন কাটাচ্ছেন।
তার কোনো ঘর নেই, তিনি দক্ষিণ ইরানের দেজগাহ গ্রামের আশেপাশে ঘুরে বেড়ান। এ গ্রামের বাইরের এক মরুভূমিতে গর্ত তৈরি করে সেখানেই থাকেন।
যদিও গ্রামবাসীরা তার জন্য একটি কুঁড়েঘর তৈরি করে দিয়েছিলেন, তবে তিনি সেখানে থাকেননি। স্থানীয়রা বলছেন, তারা প্রায়ই আমু হাজিকে দূর থেকে দেখে একটি পাথর ভেবে ভুল করেন।
স্বেচ্ছায় মৃত্যু যন্ত্র আবিষ্কার হল সুইজারল্যান্ডে। গ্লোবাল নিউজ।d